কোন মহৎ অর্জনই ত্যাগ ছাড়া হয় না: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

Slider শিক্ষা

গাজীপুর: কোন মহৎ অর্জনই ত্যাগ ছাড়া হয় না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘মহৎ কোন কিছু অর্জন করতে হলে প্রয়োজন নিষ্ঠা, ত্যাগ, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। দেশের স্বাধীনতা অর্জনের পেছনেও রয়েছে এক হাজার বছরের দীর্ঘ লড়াই এবং সংগ্রামের বীরত্বগাঁথা ইতিহাস।’

আজ বুধবার (৩১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘আইসিটি বেসিক্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং’ শীর্ষক সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের রুটি-রুজির জায়গা। এই প্রতিষ্ঠানকে পরিবারের মতোই ভালবাসতে হবে। পরিবারের সদসদের যেমন পরম মমতায় আগলে রাখতে হয় তেমন এই প্রতিষ্ঠানকেও আমাদের গভীরভাবে ভালবাসতে হবে। ’
কর্মক্ষেত্রে আদর্শবান এবং সৎ নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, ‘একজন দক্ষ কর্মকর্তাকে সৎ হতে হয়। নৈতিকতা এবং সততার শক্তিতে বলিয়ান হতে হবে।’

প্রশিক্ষিত, নিবেদিত এবং সৎ কর্মী বাহিনী ছাড়া কোন প্রতিষ্ঠানেই উন্নতি সম্ভব নয় জানিয়ে উপাচার্য বলেন, ‘প্রশিক্ষণ একটি লাইফ লং প্রসেস। প্রশিক্ষণ কর্মীর পেশাদারিত্বকে শাণিত করে।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। ১৫ দিনের ইন হাউজ প্রশিক্ষণ শেষে ১২০জন সেকশন অফিসারকে সনদ প্রদান করেন উপাচার্য।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *