সিরাজগঞ্জে রিং বাঁধের ৬০ মিটার এলাকায় ধস

Slider গ্রাম বাংলা

সিরাজগঞ্জের কাজীপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধের অন্তত ৬০ মিটার এলাকা ধসে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানির প্রবল স্রোতে এ ঘটনা ঘটেছে। এতে কাজীপুর-ধুনট সড়কের আধা কিলোমিটার এলাকা ডুবে গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাঁধে ধস শুরু হয়।

ধীরে ধীরে ধসের পরিধি বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকতে থাকে। ঘটনায় পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার।
এসব পানিবন্দি লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চলছে।
কাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) ফরিদ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে পানির প্রবল স্রোতের কারণে নৌকা নিয়ে যেতে সমস্যা হচ্ছে।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, রাতে হঠাৎ করেই বাঁধটিতে ধস দেখা দেওয়ায় বাঁধের পাশের গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দিদের জানমাল নিরাপদ সরিয়ে নিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *