পাশে বসিয়ে ফোনে লক্ষ্মীপুর থানায় কথা বলছিলাম। বলছিলাম আনুমানিক শতবর্ষী একজন আংকেলকে পাওয়া গেছে যাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। শতবর্ষী শব্দটা শুনেই আমার মুখের কথা কেড়ে নিয়ে সংশোধন করলেন। বললেন, একশত বছর হতে ৪ বছর বাকি আছে।
আজ সকালেই ছেলের ঢাকার বাসা থেকে হারিয়ে গিয়েছিলেন। ৪/৫ ঘণ্টার মধ্যেই উনার ছেলেকে পাওয়া গেছে। ছেলের কাছে উনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ছেলেকে পাওয়ার আগে কিছুক্ষণ কথা বলে বুঝলাম মেমোরি অনেক শার্প। এলাকার মেম্বার সাহেবের নাম বললেন। মেম্বার সাহেবের সাথে ফোনে কথা বলিয়ে দিতেই গড়গড় করে সব বলতে লাগলেন। মনে নেই শুধু ছেলের ঢাকার বাসার ঠিকানা।
ছবি উঠালাম আর ভাবলাম এইসব সোনার মানুষ আর কোথায় পাবো? কত সহজ সরল মানুষটা !!
খুব শ্রদ্ধা আর ভালবাসতে ইচ্ছে করে এইসব মানুষদের। কিছু ভালো লাগা মূহুর্ত পার করলাম।
লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানা, ডিএমপি।