পেট্রোবাংলার ১৩ প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি অনুসন্ধানে কর্ণফুলী গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তিন ডিজিএমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগের তীর পেট্রোবাংলার প্রাক্তন চেয়ারম্যান ড. হোসেন মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক ঋত্বিক সাহার নেতৃত্বে দুদক টিম। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আল-আমিন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন কর্ণফুলী গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, আরেক ডিজিএম সিরাজুল ইসলাম ও প্রাক্তন ডিজিএম আহসান হাবিব
পেট্রোবাংলার প্রাক্তন চেয়ারম্যান ড. হোসেন মনসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের শুরুতে তার বিরুদ্ধে পেট্রোবাংলার আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানে নিয়োগে বাণিজ্য, নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ, অর্থের মাধ্যমে পদোন্নতি প্রদান, পেট্রোবাংলার বিভিন্ন প্রকল্পে নিজস্ব ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ দেখিয়ে কোটি কোটি টাকা উত্তোলন ও আত্মসাৎ, প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এর আগে ড. হোসেন মনসুরসহ ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমতি চেয়ে পূর্বের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচারক আব্দুস সালাম কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। তবে কমিশন তা অনুমোদন না দিয়ে তৃতীয়বারের মতো নতুন তদন্ত টিম গঠন করে।
এর আগে গত ৯ মার্চ ওই দুর্নীতির অভিযোগ অনুসন্ধান উপপরিচালক আহসান আলীকে নিয়োগ দেওয়া হয়েছিল। মাঝপথে বিভিন্ন কারণ দেখিয়ে ও নানা বিতর্কের জন্ম দিয়ে শেষে ওই কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় কমিশন। আহসান আলীকে বাধ্যতামূলক অব্যহতি দেওয়ার পর গত ১৩ এপ্রিল সহকারী পরিচালক শেখ আব্দুস সালামকে দায়িত্ব দেয় কমিশন।