জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকররমে ঈদ জামাত অনুষ্ঠিত, বৃষ্টিতে দুর্ভোগ

Slider জাতীয়


ঢাকা: জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো মুসল্লি। সকাল সাড়ে আটটায় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়। আর বায়তুল মোকররমে সকাল ৭টা থেকে একে একে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে নামাজের মুহূর্তে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা।

সকাল পৌনে আটটার দিকে বৃষ্টি নামে রাজধানীজুড়ে। ঈদ জামাতে অংশ নিতে আসা মানুষরা এ সময় অনেকেই ভিজে ভিজে ঈদগাহে প্রবেশ করেন। জামাতের কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে বেরিকেড দিয়ে প্রবেশ ফটক বন্ধ করে দেন।

এসময় নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে তাদের বাকবিত-াও শুরু হয়। পরে অবশ্য ফটক খুলে দেয়া হয়। এর আগেই মুসল্লিরা ভিজে একাকার।
এদিকে ঈদের নামাজ পড়তে বায়তুল মোকররমেও হাজির হন হাজারো মানুষ। সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে মানুষের ঢল নামে। এছাড়াও জাতীয় মসজিদে প্রতিবারের মতো এক এক করে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। সর্বশেষ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল পৌনে এগারোটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *