বৃষ্টি উপেক্ষা করেই ঈদ্গাহে ছুটছে মানুষ

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ঢাকা: ঈদের নামাজে বৃষ্টির বাগড়া। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর মানুষ রাজধানীর বিভিন্ন এলাকার জামাতগুলোতে অংশ নিতে দৌঁড়াচ্ছে। এরইমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু নামাজ তো পড়তেই হবে। এই বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে-এমনটাই দেখা গেল ঈদের দিন সকালে। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টি হচ্ছিল।

জাতীয় ঈদগাহের প্রবেশপথে বসানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। একাধিক নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশি শেষে সারিবদ্ধ ভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি কয়েক হাজার নারীও এখানে নামাজ আদায় করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। কিন্তু সকাল ৬টা থেকে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের প্রধান এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা। নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জৈষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

নিরাপত্তার খাতিরে পুরো এলাকা সিসি ক্যামেরার পাশাপাশি এসএসএফ, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *