কক্সবাজারে অর্ধদিবস হরতাল চলছে: বিএনপির মিছিল

রাজনীতি
HORTAL-A-1419309696কক্সবাজার  : কক্সবাজারের আটটি উপজেলায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল চলছে।
কক্সবাজারের রামু উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, এজেন্ট বের করে দেওয়া, দলীয় কর্মীদের মারধর ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এই হরতালের ডাক দেয় জেলা বিএনপি।  মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার জেলার ৮ উপজেলায় এ হরতাল  শুরু হয়।
এ দিকে হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে হরতালের সমর্থনে কক্সবাজার শহরে মিছিল করেছে বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *