বগুড়ায় ভিজিডি’র ৬৫ বস্তা চালসহ পিতা-পুত্র গ্রেফতার

Slider গ্রাম বাংলা

বগুড়ার সোনাতলা উপজেলায় ভিজিডি’র ৬৫বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসময় দুই পুত্রসহ পিতাকে গ্রেফতার করে পুলিশ। ভিজিডির চাল মজুদ করে রেখে বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়ার সোনাতলা থানা পুলিশ জানায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ মধ্য পাড়া (কসাই বাড়ি) এলাকার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে আবুল কাশেম মোল্লা ওরফে মুন্নু মিয়ার (৫৫) বাড়িতে ভিজিডির ৬৫ বস্তা চাল বিক্রয়ের জন্য মজুদ রাখে।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ভিজিডির ৬৫ বস্তা চাল জব্দ করে। এ সময় পুলিশ ওই বাড়ির মালিক আবুল কাশেম মোল্লা ওরফে মুন্নু মিয়া (৫৫), তার দুই পুত্র মজনু মিয়া (২৭) ও আতোয়ার রহমানকে (২৫) আটক করে। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানার এসআই আব্দুল মান্নান সরকার বাদি হয়ে মামলা দায়ের করে।
থানা পুলিশ আটক পিতা ও দুই পুত্রকে জেল হাজতে প্রেরণ করেছে।
বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বাড়ি থেকে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৯৫০ কেজি চাল পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৯ হাজার টাকা। চালগুলো বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *