ডেস্ক: সম্প্রতি একটি বিবাহবিচ্ছেদ সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। ২৫ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটেছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের। এর মূলে সাবেক টিভি উপস্থাপিকা লরা সানচেজ। তার সঙ্গে জেফের চুটিয়ে প্রেম তছনছ করে দিয়েছে ম্যাকেঞ্জির সংসার। মনের ওপর তাতে প্রচণ্ড চাপ পড়েছে ম্যাকেঞ্জির। বিচ্ছেদের ফলে তিনি অ্যামাজন থেকে বা স্বামীর কাছ থেকে পাওনা হিসেবে পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮০০ কোটি টাকারও বেশি।
এখন খবর হলো, তিনি এই অর্থের অর্ধেক অর্থাৎ এক লাখ ৫৫ হাজার ৪০০ কোটি টাকা দান করে দেবেন একটি দাতব্য সংস্থায়। এ জন্য ম্যাকেঞ্জি ‘দ্য গিভিং প্লেজ’ ক্লাবে স্বাক্ষর করেছেন। এটি বিশ্বের ওইসব সম্পদশালীর ক্লাব, যারা তাদের অর্জিত অর্থের কমপক্ষে অর্ধেক বা তারো বেশি দান করে দিতে চান। এ ক্লাবে নিজের নাম লিখিয়ে ম্যাকেঞ্জি বলেছেন, আমার কাছে অঢেল টাকা রয়েছে। এত টাকা দিয়ে কি করবো। এই ক্লাবে রয়েছেন বিল গেটস এবং মিলিন্দা গেটস। তারাও এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী হয়েও এতে যুক্ত হন নি জেফ বেজোস।
উল্লেখ্য, লরা সানচেজের আগে বিয়ে হয়েছিল হলিউডের মেগা এজেন্ট বলে পরিচিত প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে। তিনিই লরাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেফ বেজোসের সঙ্গে। তারপর যা হবার তাই হয়েছে। লরার প্রেমে পড়ে গেছেন বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোস। এতেই ভেঙে গেছে তার ২৫ বছরের দাম্পত্য।