‘সংসদ লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর হবে’

Slider টপ নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য। সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতোমধ্যে নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে, যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে।

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন শেষে লাইব্রেরির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনে গেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল স্বাগত জানান লাইব্রেরির প্রধান নির্বাহী মিজ. ইলাইন। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সামনে ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিয়ং হক।

পরে তারা লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে রয়েছেন ডা. এ, এফ, এম রূহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *