ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় রাজধানীর পাঁচ স্টেশনে একযোগে শুরু হয় এই টিকিট বিক্রি।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবেন সমগ্র পশ্চিমাঞ্চলগামী ভায়া যমুনা সেতু ট্রেনের টিকিট।
এছাড়া বিমানবন্দর স্টেশনে পাবেন চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট,
তেজগাঁও স্টেশনে পাবেন ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট,
বনানী স্টেশনে পাবেন নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং
ফুলবাড়িয়ায় (পুরাতন রেলভবন) পাবেন সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার (২২ মে) বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট। এছাড়া ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট।
ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।