উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ৩-১ গোলে জয়

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি বাংলার সুখবর সারাদেশ সারাবিশ্ব

goal_bg2_909563750
ওয়ার্ল্ড কাপ ডেস্ক
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: অস্কারের একটি গোল প্রত্যাশিতই ছিলো। তাই করলেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তিনি বল জালে জড়ালের দারুণ ফুটবল দক্ষতায়। ব্রাজিল ৩ ক্রোয়েশিয়া ১। এভাবেই বাজলো রেফারির শেষ বাঁশি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭১ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে স্বাগতিক ব্রাজিল ২-১ গোলে এগিয়ে থাকে। এ গোল ছিলো পেনাল্টি কিক থেকে।

এর আগে সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ করে।

প্রথমার্ধে  ১১মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোল ব্রাজিলের সম্ভাব্য শুরুর পথে কিছুটা ভাটা ফেললেও ২৭ মিনিটে হলুদ কার্ড খাওয়ার ঠিক ২ মিনিট পর এক অসাধারণ শটে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।

এছাড়া প্রধমার্ধের বেশির ভাগ সময়ই ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বল থাকলেও ক্রোয়েশিয়াও পাল্টা আক্রমন করে চাপ সৃষ্টি করে ব্রাজিলেও ওপর।

২১মিনিটের মাথায় ব্রাজিলের একটা গোলের সম্ভাবনা তৈরি হলেও ওসকারের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলোতে শুরু হয় ফুটবল মহাযজ্ঞের প্রথম ম্যাচ।

এর আগে ব্রাজিল প্রথমার্ধে আত্মঘাতী গোল খেয়েছিলো ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে।

ব্রাজিল দল
জুলিও সিজার (১২), দানি আলভেজ (২), ডেভিড লুইজ (৪), থিয়াগো সিলভা (৩), মার্সেলো (৬), পলিনহো (৮), লুইজ গুস্তাভো (১৭), নেইমার (১০), অস্কার (১১), হাল্ক (৭), ফ্রেড (৯)।

কোচ: লুইজ ফেলিপ স্কলারি (ব্রাজিল)।

ক্রোয়েশিয়া দল
স্টিপ পেলেতিকোসা (১), দারিজো সরনা (১১),  ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), সিমে ভরসালকো (২), লুকা মড্রিচ (১০), ইভান রাকিটিক (৭), ওলিক (২২),  মাটেও কোভাচিচ (২০), ইভান প্যারিসিচ (৪), নিকিচা জেলাভিচ (৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *