ঢাকা:বিএফডিসিতে বহু সময় কাটিয়েছেন সদ্যঃপ্রয়াত সুবীর নন্দী। তাই শেষ বিদায় দিতে এফডিসিতে তার মরদেহ নেওয়া হবে। এখানে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও ভক্ত-অনুরাগীরা কে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন।
সুবীর নন্দীর মরদেহ এফডিসিতে আনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অপূর্ব রানা।
জানা গেছে, সেখান থেকে তাঁর মরদেহ রামকৃষ্ণ মিশনে নেওয়া হবে। এরপরে দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সংগীতশিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।