হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ লালমনিরহাটের প্রায় সাড়ে ৬ হাজার কৃষক পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। কৃষকের জীবিকা নির্বাহে ররেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ অবদান রয়েছে।
লালমনিরহাট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, সরকার প্রতিবছর ২৩১টি গভীর নলকূপ থেকে সেচ প্রদানের আওতায় ৬ হাজার ২৬০ জন। কৃষকের নিকট থেকে ৫০ লাখ টাকা রাজস্ব আয় করছেন।
এদের আওতায় রবি মওসুমে ৫ হাজার ৯ শত ১০ হেক্টর ও আমন আবাদের সময় ৯ হাজার ১৯৮ হেক্টর জমিতে সেচ দেয়া হয়।
১ টি গভীর নলকূপে ২৪ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে পারে বলে জানা যায়।
প্রতিটি কৃষক প্রি-পেইড কার্ডের মাধ্যমে প্রতিঘন্টায় ১১০ টাকা চার্জ হিসেবে কৃষকদের নিকট থেকে আদায় করা হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অবহেলিত অঞ্চল লালমনিরহাটের অচল গভীর নলকূপ সচল করে এ অঞ্চলের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে বলে জানাগেছে।
লালমনিরহাট জেলার ৫ উপজেলায় মোট ২৩১টি গভীর নলকূপ রয়েছে।
যার তালিকা সংগ্রহ করে সেচ প্রদানের এলাকাগুলো সরেজমিনে গেলে একাধিক সুবিধাভোগী কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহজ শর্তে সেচ সেবা প্রদানের প্রশংসা করেছে।