জানাজায় হাজারো মানুষ, চিরনিদ্রায় জায়ান

Slider সারাদেশ


ঢাকা: শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরের পাশে শেষ ঠিকানা হয়েছে সন্ত্রাসের নৃশংস শিকার ছোট্ট জায়ানের। এর আগে রাজধানীর বনানী ক্লাব মাঠে জায়ান চৌধুরীর জানাজা সম্পন্ন হয়। জানাজায় নানা শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। এর আগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর দেড়টার দিকে জায়ানের মরদেহ তার নানা শেখ সেলিমের বাসায় আনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বেলা পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় নাতিকে শেষ বারের মতো দেখতে বনানীতে শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

সেখানে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং জায়ানের স্বজনরাও শান্তনা দিতে যান। গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে মারা যায় জায়ান। বোমা হামলায় গুরুতর আহত হন তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। তিনি শ্রীলংকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল জায়ান। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *