লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

বাংলার আদালত

latif_39223_72483হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করার অভিযোগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
লায়ন আবু বক্কর সিদ্দিকীর দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
জামিন আবেদনে বলা হয়, যে ধারায় মামলা করা হয়েছে তা জামিনযোগ্য। অন্যদিকে লতিফ সিদ্দিকী বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ এ বিবেচনায় আদালত তাকে জামিন দিতে পারেন।
জামিন আবেদনের বিরোধিতা করে এ্যাডভোকেট এ এম আবেদ রেজা বলেন, ‘লতিফ সিদ্দিকী বিশ্ব জাহানের সকল মুসলিমকে তার বক্তব্য দিয়ে অপমান করেছেন। তাকে জামিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’
আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *