হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় দশ তোলা ওজনের ১২০ টি স্বর্ণবার (১৪ কেজি) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার BS214 ফ্লাইটের টয়লেট থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আগত BS214 ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল উক্ত বিমানের দিকে নজর রাখে।
পরে বিমান ল্যান্ড করার সাথে সাথে কাস্টমস গোয়েন্দার চৌকস দল বিমান তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় উক্ত স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণেরবারের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।
উদ্ধার স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।