পার্বত্য নদী রক্ষা সম্মেলন বান্দরবানে বরিশাল বিভাগীয় প্রতিনিধি দল

Slider


গ্রাম বাংলা ডেক্সঃ পাহাড়ের নদীগুলো বাঁচাতে বান্দরবানে দু’দিনব্যাপী(১৯ -২০ এপ্রিল) পার্বত্য নদী রক্ষা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বিকালে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। এসময় অন্যদের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন সোনিয়া মুরশিদ, সদস্য মো. আলাউদ্দিন, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি ও প্রধান গবেষক মো. মনির হোসেনসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়ক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত তাঁর একটি প্রতিনিধি দল নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এর নেতৃত্বে এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধানে পরিচালিত বান্দরবানের সাঙ্গু(শঙ্খ)নদীর উজানে তারাছা, ক্যাচিংঘাটাসহ আশপাশের এলাকাগুলো পরিদর্শন কার্যক্রমে অংশ গ্রহণ করেন। পরিদর্শন দলে বরিশাল বিভাগীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, এ সময় বরিশাল বিভাগীয় প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমন্বয়ক মো. জাকির হোসেন, পিরোজপুর জেলা সমন্বয়ক সুপ্রভাত মজুমদার ও ঝালকাঠি জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর হোসেন।

পরিদর্শন শেষে উক্ত প্রতিনিধি দল পার্বত্য নদী রক্ষা সম্মেলনের ১৯ এপ্রিলের সমাপনী এবং ২০ এপ্রিলের সেমিনার ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *