নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া-আহমেদপুর আঞ্চলিক সড়কের মৌখাড়া এলাকায় ১০টি গরু বোঝাই একটি ভুটভুটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৬ জন ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাশ্ববর্তী গুরুদাসপুরের পশ্চিম নওপাড়া গ্রামের মৃত সান্টু ফকিরের ছেলে মোহাম্মদ ফকির (৬০) ও একই গ্রামের মহিউদ্দিন আকন্দের ছেলে সেলিম আকন্দ (৫০)।
আহত ৬ জনকে নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮ জন গরু ব্যবসায়ী শ্যালো চালিত ভুটভুটিতে ১০টি গরু বোঝাই করে হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলো। অতিরিক্ত ওজন ও ওভার লোড হওয়ায় ভুটভুটির এক্সেল ভেঙ্গে যায়।
এতে গরুগুলোর তলে পড়ে কয়েকজন ব্যবসায়ী। কয়েকজন ভুটভুটিসহ পাশের খাদে ছিটকে পড়ে। এতে গরুর তলে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ২ জন এবং বাকিরা গুরুতর আহত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতের হাসপাতালে প্রেরণ করে। ভুটভুটি জব্দ করা হয়েছে ও গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।