দীর্ঘ ১৯ বছর পর কোর্টের রায়ে পৈত্রিক সম্পত্তি দখলে পেলো অনিলেরা

Slider রংপুর


হাসানুজ্জামান, লালমনিরহাট: জেলার মদাতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজা শাখাতি গ্রামের মৃত্য নগেন চন্দ্র রায়ের পাঁচ শন্তান দীর্ঘ ১৯ বছর প্রভাবশালী আব্দুল জলিল ও বকুল চন্দ্র রায়ের সাথে আইনী লড়াইয়ে জিতে বাবার রেখে যাওয়া ৭১ শতাংশ জমি দখলে নিয়েছেন।

আজ ১৩ এপ্রিল শনিবার ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগমের দেওয়া রায়ের কপি নিয়ে জমি দখল বুঝিয়ে দেওয়ার জন্য আসেন নাজির মোহাম্মাদ নুরুজ্জামান পেয়াদা লালমরিরহাট জর্জ কোর্ড ও মোঃ বাদশা আলী পেয়াদা লালমনিরহাট জর্জ কোর্ড এবং এ্যাডঃ রফিকুল ইসলাম (কমিশনার) লালমনিরহাট।
এমময় আরো উপস্থিত ছিলেন বাদীপক্ষের আইনজীবি এ্যাডঃ নাজমুল হক, মদাতী ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিসার রহমান
স্থানীয় উৎসুক জনতা।

কোর্ড কতৃপক্ষ জমির মুল মালিক মৃত্য নগেন চন্দ্রেরভ উত্তরাধীকারি পাঁচ সন্তান সারদা মোহন, অনন্ত কুমার রায়,কনেশ্বর চন্দ্র,অনিল চন্দ্র ও ধনেশ্বর চন্দ্রকে ৮৯৪৭ ও ৯০৪৮.৯০৪০ দাগ নং এসএ খতিয়ান ১১৮ এর ৭০.৫০ শতাংশ জমি দখল করে বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *