হাতি দিয়ে চাঁদাবাজি, আটক ২

Slider গ্রাম বাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে (হাতি চালক) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাও থানার মুখি এলাকার সরাফত আলীর ছেলে আমির হোসেন ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার সদর এলাকার মৃত হাফিজউদ্দিনের ছেলে মেহেদী হাসান মুন্না।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব জানান, পূর্বাচল উপশহর ৩০০ ফিট ভোলানাথপুর রোডে প্রকাশ্যে হাতি দিয়ে যানবাহন আটকিয়ে দীর্ঘদিন ধরে তারা চাদাঁবাজি করে আসছিল।

শনিবার উপজেলার পূর্বাচল উপ-শহরে দুই মাহুত (হাতি চালক) হাতি দিয়ে যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করে।

এসময় কয়েকজন ভুক্তভোগী পুলিশকে চাদাঁবাজির বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মাহুত (হাতি চালক) কে গ্রেফতার করে।
মাহুত (হাতি চালক) মেহেদী হাসান মুন্না জানান, হাতির মালিক মিরের বাজার এলাকার শাহিন মিয়া।

তিনি তাদেরকে হাতি দিয়ে চাদাঁবাজি করান। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *