সালমানের সঙ্গে ভিন্নধর্মী প্রেমে করিনা

বিনোদন ও মিডিয়া
image_165386.2কাপুর পরিবারের মেয়ে করিনা। বাস্তবিক জীবনে ভিন্নধর্মী সইফের সঙ্গে প্রথমে প্রেম তারপর বিয়েও করেছেন তিনি। এখন আবার নতুন করে ভিন্নধর্মীর প্রেমে পড়েছেন তিনি। না না, রিয়েল লাইফে নয় এবার রিয়েল লাইফেও ভিন্নধর্মের ছেলের প্রেমে করিনা। সালমান খানের আপকামিং সিনেমা বাজরাঙ্গী ভাইজান এই রকমই এক ভিন্নধর্মের প্রেমের গল্প।
বহু জল্পনার পর শেষমেশ সামনে এল বাজরাঙ্গী ভাইজানে করিনার ও সালমানের চরিত্রটি। সালমান খান ও করিনা কাপুরের আপকামিং ছবি বাজরাঙ্গি ভাইজান। এই ছবিতে নবাবের শহর লখনৌয়ের মেয়ে করিনা। এখানে একজন ব্রাহ্মণ মেয়ের ভূমিকার অভিনয় করবেন তিনি। অন্যদিকে সালমান খান অভিনয় করবেন একজন মুসলিম ছেলের চরিত্রে।
ঘটনাক্রমে একদিন করিনা লখনৌ ছেড়ে চলে আসে দিল্লির চাঁদনি শহরে। এখানে এসে তাঁর আলাপ হয় সালমানের সঙ্গে। তারপরই প্রেমের সূত্রপাত। তবে পরিচালক করির খান এখনো ছবিটির চরিত্র সম্পর্কে মুখ খোলেননি। করিনা ও সালমান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *