‘এ দেশে গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না’

Slider গ্রাম বাংলা

বগুড়া শহরের সাতমাথায় এক জনসভায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ধনী ও লুটেরা গোষ্ঠির দল দিয়ে এ দেশের গরীব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাদের দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়ত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না হলেও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার বিকাল ৫ টায় বগুড়া কমিউনিষ্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা শাখার উদ্যোগে এই জনসভা তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার আজ প্রশ্নবিদ্ধ। দেশে কোন কার্যকরী বিরোধী দল নেই।

সাধারণ মানুষের সমস্যা, দেশের সমস্য, সম্পদ রক্ষার লড়াইয়ে কমিউনিস্ট এবং বামপন্থিরাই রাজপথে আছে। দ্বিদলীয় বৃত্তের বিপরিতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিই দেশের ভবিষ্যত। কমিউনিষ্ট পার্টি এবং বামপন্থীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী করুন।
এদিন বৃষ্টি মাথায় নিয়ে জনসভায় দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েকশ’ মানুষ সমবেত হয়। জেলা সিপিবি সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *