‘অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনে সোচ্চার হতে হবে’

Slider জাতীয়

ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন-আইপিইউ ১৪০তম এসেম্বলিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, অনুন্নত দেশগুলোতে প্রয়োজনীয় জ্বালানির অভাবে হতদরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি খরচ বেড়ে যায়। এই অসমতা বিবেচনায় নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানী চাহিদা মেটাতে হবে। অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সময় এখনই। এসডিজির মূল লক্ষ্য অর্জন করতে “কেউ পিছিয়ে থাকবে না” প্রতিপাদ্যকে নিশ্চিত করতে হবে।

অনুন্নত দেশগুলোর জ্বালানি ঘাটতি নিরসনে আইপিইউর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, আজ কাতারের রাজধানী দোহায় আইপিইউ এসেম্বলির প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে তিনি এই আহবান জানান। ‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও অন্তর্ভূক্তিমূলক জননীতি প্রণয়নের মাধ্যমে জ্বালানী ঘাটতি নিরসন : সংসদের করণীয়’ শীর্ষক এ সভায় ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, সংসদকে অবশ্যই সীমিত সম্পদের সঠিক ব্যবস্থাপনার ভারসাম্য আনয়ন করতে হবে।

জ্বালানি ঘাটতি নিরসনে আইপিইউর সদস্য রাষ্ট্রগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক নীতি এবং অর্থায়নের শর্তাবলী শিথিল করারও আহবান জানান তিনি। সভায় বাংলাদেশের সংসদীয় দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *