সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

Slider সিলেট

মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার ভোরে মালবাহী ট্রেনের বগিটি উদ্ধার করে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায় রিলিফ ট্রেন।

এরপর রাত ৩টার দিকে মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস, মোগলাবাজার থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত ২টার দিকে উপবন ও উদয়ন ট্রেন দু’টি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে চালিয়ে নেওয়া হয়। রাত পৌনে ৩টায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনটি সরিয়ে নেয়ার পর ভোর ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হলে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে মাইজগাঁও ছেড়ে যায়।

শুক্রবার (০৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে মাইজগাঁও স্টেশন আউটারে চট্টগ্রাম থেকে খালি ওয়াগন নিয়ে আসা শাহজালাল সারকারখানা থেকে সার বহনকারী বিসি স্পেশাল ট্রেনের বগি‌টি লাইনচ্যুত হয়।

এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *