কাপাসিয়ার রায়েদ ইউপি চেয়ারম্যানের শপথ

Slider গ্রাম বাংলা


গাজীপুর: মহান মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের স্মৃতি বিজরিত তাঁর নিজ ইউনিয়ন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লাহ হিরণ আজ মঙ্গলবার সকালে শপথ নিয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শপথ বাক্য পাঠ করান।

জেলা প্রসাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা, কাপাসিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুলøাহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উলেøখ্য, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা ও তাজউদ্দিন আহমতের ভাগ্নী জামাতা আব্দুল হাই গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে গত ২৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিত উপ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে শফিকুল হাকিম মোলøা হিরণ চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে শফিকুল হাকিম মোলøা হিরণ ৪ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ›িদ্ব স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান হবি আনারস প্রতিকে পান ৩ হাজার ৭৪০ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *