ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস প্রতীক) পক্ষে ভোট কেনার সময় ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় ৪টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার ও তার ৩ সহযোগীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টট।
আটককৃত বাকি তিনজন হলেন, স্থানীয় আছমত আলীর ছেলে নোমান (২৫), সিরাজ উদ্দিনের ছেলে ইশতিয়াক আহম্মেদ (২৬) ও আবুল কালাম বুলবুলের ছেলে শরীফ নাফে আল নাঈম (২৬)।
জানা যায়, সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট রাকিবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে হবিরাবাড়ি এলাকার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ভোট কেনার সময় তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল ও ১০হাজার টাকা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট রাকিবুল হাসান জানান, আনারস প্রতিকের ভোট কেনার শেষের দিকে নগদ ১০ হাজার টাকা, ৪টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।