কুড়িগ্রামে ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ গেল কিশোরের

Slider রংপুর


কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়ে গাছের ডাল ভেঙে এক কিশোর মারা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কিশোরের নাম ছমির উদ্দিন (১২)। সে উপজেলার ইসলামপুর গ্রামের মহর আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন জানান, ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে সমবয়সী কয়েকজনের সঙ্গে বাড়ির দিকে ফিরছিল ছমির উদ্দিন। হঠাৎ কালবৈশাখী শুরু হলে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে ছমির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এস এম সায়েম বলেন, গাছের ডাল ভেঙে পড়ে ছমির মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *