হাতীবান্ধায় আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

২৫ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মীদের ডাকা হয়নি।

স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিসে উপস্থিত হয়ে আলোচনা সভার এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মীরা সভায় উপস্থিত হলে বাক বিতন্ডার সৃষ্টি হয়।

এ সময় উভয় গ্রুপের লোকজনের মাঝে সংসদ সদস্যের উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রুপ নেয়।

পরে পুলিশের কঠোর নিরাপত্তায় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন।

এ ঘটনায় উপজেলা শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ কার্যালয়সহ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *