নির্বাচন নিয়ে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

Slider টপ নিউজ

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে যেকোনও ধরনের নাশকতা রুখতে টেকনাফ সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ সতর্ক অবস্থান বলে জানিয়েছেন, টেকনাফ বিজিবির-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি জানান, নির্বাচন ঘিরে অপ্রীতিকর কোনও পরিস্থিতির সৃষ্টি হলে বিজিবি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সীমান্তে রাত-দিন টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য খুবই সতর্কাবস্থানে রয়েছে সদস্যরা।

নির্বাচনের মাঠে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি জানায়, বিশেষ করে টেকনাফ উপজেলা সীমান্তের হোয়াইক্যং, উনচিপ্রাং, ঝিমংখালী, খারাংখালী, হ্নীলা, লেদা, নয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ সদর, নাজিরপাড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত মৎস্যজীবী ও মাছধরা ট্রলার চলাচলে সীমাবদ্ধতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনি এলাকায় কোনও রোহিঙ্গাকে ক্যাম্প থেকে তিন দিন বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *