দইখাওয়া আদর্শ কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ২৩মার্চ শনিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে৷

উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্বাস আলী মিয়া,বিশিষ্ট সমাজ সেবক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য ওয়ালিউল্লাহ, আফজাল হোসেন,মোঃদুলাল মিয়া এবং শ্রী জুতিস চন্দ্র রায়।

আরো উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম,বাংলা প্রভাষক মোঃ লুৎফর রহমান ও বেলাল হোসেন মন্ডল,ইংরেজি প্রভাষক আঃকাদের,আরিফুজ্জামান (আরিফ) এবং উমর ফারুক,প্রভাষক মাহাবুব রহমান,প্রভাষক শ্রী মানিক চন্দ্র রায় এবং উক্ত কলেজের প্রভাষক বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক উমর ফারুক এবং প্রভাষক মোঃলুৎফর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্বাস আলী মিয়া তার বক্তব্য বলেন,শিক্ষায় জাতির মেরুদন্ড,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত!-শিক্ষা মানুষের বিবেগকে জাগ্রত করে,মানুষের আচারণ পরিবর্তন করে।

শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক কথা বলেন। পরিশেষে বিদায়ীদের জন্য দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, শিক্ষা অর্জন করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে অনেকে বেকার বসে আছে, আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে জ্ঞান অর্জন করে সমাজের জায়গা করে নিতে হবে,আদর্শ নাগরিক হতে হবে।

প্রভাষক আরিফুজ্জামান বলেন- শিক্ষার্থীদের উদ্দেশ্য, আজ তুমি সফলতা অর্জন কর,তোমাদের দেখে ছোটরা সফলতা অর্জন করবে।শিক্ষার্থীদের দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

প্রভাষক উমর ফারুক বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্য কিছু কথা, শিক্ষা পরিবর্তন করা আচারনকে,জীবনের চারটি খুটির মধ্যের সব গুলোকে ভালভাবে পালন করতে পারলে জীবনে ভাল কিছু অর্জন করা সম্ভব।
সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

উক্ত কলেজের প্রভাষক’রা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।

উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন দইখাওয়া আদর্শ কলেজের সম্মানিত অভিভাবক, আদর্শের প্রতিক, অধ্যক্ষ জনাব মোঃ মোফাজ্বল হোসেন।

অধ্যক্ষ মহাদয়ের বক্তব্যের মাধ্যমে বিদায় অনুৃষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
পরিশেষে বিদায়ি শিক্ষার্থীদের মঙ্গলার্থে দোয়া
করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *