নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার রামারবাগ শাহী মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।