মাইক্রোসফটকে সেবা দেওয়া বন্ধ করছে নোকিয়া

তথ্যপ্রযুক্তি

image_164929.nokia.pngমাইক্রোসফটকে আর পরিষেবা দেবে না নোকিয়া। মাইক্রোসফটের স্মার্টফোনে অ্যাপ-এর আপডেট আর তারা করবে না বলে জানিয়ে দিল নোকিয়া কর্তৃপক্ষ।
নোকিয়া ও মাইক্রোসফটের মধ্যে ব্যবসায়িক চুক্তির ফলে নোকিয়ার ফোনগুলি এখন মাইক্রোসফটের দখলে। এমন কি ফোনগুলিতে দেশের বাজারে ফের নতুন লুমিয়া আনছে মাইক্রোসফট।
নোকিয়ার বদলে মাইক্রোসফটের নাম ও লোগো ব্যবহৃত হচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে নোকিয়ার ফোনে মাইক্রোসফট-এর নাম ব্যবহার হচ্ছে। সেই ফোনগুলিতেই ম্যাপিং আপডেট বন্ধ করা হবে জানা গেছে।
সূত্রের খবর, নোকিয়া নতুন আইওএস ভার্সনের জন্য কাজ করছে। আগামী বছরের গোড়াতে নদুন এই ভার্সনটি বাজারে আসবে বলে জানা গেছে।
নোকিয়ার অ্যাপটি হলো একটি অফলাইন ম্যাপিং পরিষেবা। যার সাহায্যে ব্যবহারকারীর মোবাইল ফোনে ইন্টারনেটের সুবিধে ছাড়াই নিজের অবস্থান ও দিক নির্দেশ পাওয়া যেত এতদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *