আরও অভিযোগ আনা হবে সেই হামলাকারী ব্রেনটনের বিরুদ্ধে

Slider সারাবিশ্ব

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫০জন মুসল্লিকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন টেরেন্ট।

এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে দেশটির আদালত।

শুধু হত্যা নয়, হামলাকারী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদান।

তবে তার বিরুদ্ধে টেরোরিজম সাপ্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী।

রবিবারও শোকার্ত মুসলিমদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী জাসিনদা। হতাহতদের তিনি প্রিয়জন বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, তারা নিউজিল্যান্ডের মানুষ।

নিহতদের অল্প কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, হামলাকারী ৫টি অস্ত্র ব্যবহার করেছিল। তার ছিল অস্ত্রের লাইসেন্স।

এদিকে হামলায় আটক অন্য তিনজনের মধ্যে একজন নারীকে শনিবার কোনো অভিযোগ ছাড়া ছেড়ে দেয়া হয়েছে। ফলে পুলিশি হেফাজতে রয়েছে অন্য দু’জন পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *