বিশ্বজুড়ে শ্রদ্ধা নিবেদন

Slider সারাবিশ্ব


ঢাকা: ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় শোকে মূহ্যমান সারা বিশ্ব। হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সারা বিশ্বের মানুষ। সিডনি থেকে যুক্তরাষ্ট্র সর্বত্রই নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়েছে। প্যারিসে শুক্রবার দিবাগত রাতে ঐতিহাসিক আইফেল টাওয়ার রাখা হয়েছিল অন্ধকার। সেখানে কোনো বাতি জ্বলে নি। সিডনিতে লাকেম্বা মসজিদে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃটিশ পার্লামেন্টের নি¤œকক্ষ হাউস অব কমন্সে পালন করা হয়েছে এক মিনিটের শোক। ইস্ট লন্ডন মজসিদে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছেন মুসলিমরা।
এ সময় তাদের হাতে ছিল ব্যানার। হাতে ছিল কাগজে লেখা স্লোগান।

তাতে লেখা রয়েছে, এই হামলা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। লন্ডনের হাইড ডার্কে নিউজিল্যান্ড ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষ সমবেত হয়ে শ্রদ্ধা প্রকাশ করেন ক্রাইস্টচার্চে হতাহতদের প্রতি। যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা মৌন অবস্থানের মধ্য দিয়ে ওই হামলার নিন্দা জানান ও নিহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। নিউ ইয়র্কে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কিমেল সেন্টারে একত্রিত হন শোকার্ত যুবক যুবতীরা। এ সময় একজনের হাতে দেখা যায় একটি প্লাকার্ড ধরা। তাতে লেখা ‘স্টে স্ট্রং’। অর্থাৎ সম্পর্ককে শক্তিশালী রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *