নাজিরপুর উপজেলা প্রশাসনের প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

Slider বরিশাল

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ প্রাথমিক শিক্ষা দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এর নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, সহকারী হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল।

র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার, মানবাধিকার কশিশনের নাজিরপুর উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমূখ।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল শিশুকে প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত সকলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী সম্প্রচার অনুষ্ঠানটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *