রাজবাড়ি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার পাঁচজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী খান মো. জহুরুল হক, আব্দুল কাদের মিয়া ও শাহিন মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার বিউটি ও মর্জিনা বেগম।
এর ফলে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
উল্লেখ্য,আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।