ভারত-পাকিস্তান উত্তেজনায় শঙ্কা বাড়ছে

Slider বিচিত্র

কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জের ধরে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে ভারতের বিমান বাহিনী।

পুলওয়ামা হামলার জন্য জইশ-ই-মোহম্মদ জঙ্গির সংগঠনের ঘাঁটি ধ্বংস করেছে এবং বহু সংখ্যক হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। তবে তা অস্বীকার করছে পাকিস্তান। দু’দেশের মধ্যে আজকে আবার নতুন করে চরম উত্তেজনা শুরু হয়েছে।

পাকিস্তানের ভিতরে ঢুকে কথিত জঙ্গি আস্তানায় ভারতীয় বিমান হামলার ঘটনার পর পাকিস্তান এর জবাব দেয়ার কথাও বলেছে।

পাকিস্তানের পক্ষ থেকে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ভারত অপ্রয়োজনীয় আগ্রাসন চালিয়েছে। পাকিস্তান তার সুবিধাজনক সময়ে এর জবাব দেবে।

এদিকে ভারতও সতর্ক অবস্থানে রয়েছে। ফলে কাশ্মীর নিয়ে দেশ দু’টির সংকট একটা চরম অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকরা বলছেন।

ভারত-পাকিস্তান আগে ১৯৬৫ এবং ১৯৯৯ সালে দু’বার যুদ্ধে জড়িয়েছিল কাশ্মীর নিয়ে। এখন পরিস্থিতি ভিন্ন। কারণ দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *