ভারত নিজেরাই বিচারক, জুরি আর জল্লাদের ভূমিকা নিয়েছে: ইমরান

Slider সারাবিশ্ব


ঢাকা: কাশ্মিরের আকাশে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের লড়াইয়ের মধ্যেই সংলাপের আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের শুভবুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ বুধাবার বিকেলে এক ভাষণে তিনি এ আহ্বান জানান। তবে ভারতের দুটি মিগ বিমান ভূপাতিত করায় পাকিস্তান বিমান বাহিনীর বুদ্ধিমত্তার প্রসংশা করেছেন ইমরান খান।

তিনি বলেন, পুলওয়ামায় যা ঘটেছে সে বিষয়ে আমরা ভারতকে শান্তির প্রস্তাব করেছিলাম। আমি নিহতদের পরিবারের কষ্ট অনুধাবন করতে পারি। আমরা নিজেরাও ৭০,০০০ মানুষ হারিয়েছি, ফলে তাদের কষ্ট আমি বুঝি।
ইমরান খান বলেন, আমরা ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। পাকিস্তান কখনই চায় না যে, তার দেশ সন্ত্রাসের কাজে ব্যবহৃত হবে। তিনি বলেন, আমরা ভারতে বলেছিলাম যে, তোমরা যদি একতরফা কোন ব্যবস্থা নাও, তাহলে আমরা জবাব দিতে বাধ্য হবো, যদি তোমরা কিছু করো।
কিন্তু ভারত নিজেরাই বিচারক, জুরি আর জল্লাদের ভূমিকা নিয়েছে।

ভাষণে ১ম বিশ্বযুদ্ধের কথা স্মরণ করিয়ে এর ভয়াবহতার বিষয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি ভারতকে আবারও আহ্বান করব। সন্ত্রাস দমনে আমরা (আলোচনায়) প্রস্তুত। চলুন একসাথে আলোচনায় বসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *