খালেদা জিয়ার আবেদন খারিজ

বাংলার আদালত

kaleজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পেছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের অস্থায়ী আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের এ আদেশের ফলে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে অসমাপ্ত সাক্ষ্য দেবেন মামলার প্রথম সাক্ষী হারুন-অর-রশিদ। এর আগে গত ২২শে সেপ্টেম্বর, ১লা ডিসেম্বর ও ৮ই ডিসেম্বর সাক্ষ্য দেন তিনি। খালেদার বিরুদ্ধে দায়ের করা অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও তিনি বাদী এবং প্রথম সাক্ষী।

একই আদালতে বিচার চলছে এ মামলারও। আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে চারটি সময়ের আবেদন জানান তার আইনজীবীরা। এর মধ্যে এ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদন শুনানির জন্য অপেক্ষমান থাকার কথা বলে দুই মামলায় দু’টি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ দুই আবেদন খারিজ করে বলেন, যেহেতু উচ্চ আদালত মামলার বিচারিক কার্যক্রমে কোনো স্থগিতাদেশ দেননি, সেহেতু সাক্ষ্য গ্রহণ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *