গনপূর্ত মন্ত্রী পত্নী পারভীন রেজার “ডাকাতিয়া জল” কাব্যের মোড়ক উন্মোচন

Slider সাহিত্য ও সাংস্কৃতি

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সহধর্মিনী কবি পারভীন রেজার একক কাব্যগ্রন্হ ডাকাতিয়া জল বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে একুশে বই মেলার মোড়ক উম্মোচন মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মো. মীজানুর রহমান, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

কবি ফিরোজা পারভীন সমসাময়িক সময়ের একজন গুনী কবি। তার কবিতা মানব হৃদয়কে স্পর্শ করে যায়। তিনি ছেলেবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। তিনি একজন স্বনামধন্য গীতিকার। স্বামী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ. ম. রেজাউল করিম তাঁর সাহিত্য সাধনার মূল প্রেরণা শক্তি। তিনি বলেন চেষ্টা করেছি সর্বোত্তম সৃষ্টি পাঠক সমাজকে উপহার দিতে। পাঠক আমার এ কাব্যগ্রন্থটি পড়ে উপকৃত হবে এটা মনে প্রাণে বিশ্বাস করি। পাঠক হৃদয়ের আস্থা ও আমার “ডাকাতিয়া জল” এর প্রতি পাঠকের ভালবাসা আগামী দিনে আমার লেখালেখিকে নিয়মিত অব্যাহত রাখবে।

কবি পারভীন রেজার এবারের এ বইটি একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩০৬ নং স্টলে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *