গাজীপুরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় এক নম্বরে থাকবে–প্রতিমন্ত্রী রাসেল

Slider শিক্ষা
SAMSUNG CAMERA PICTURES

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর অফিস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি বলেছেন, যখন স্কুল এমপিওভুক্ত করা হবে তখনই গাজীপুরের মধ্যে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় এক নম্বরে থাকবে। আমরা এই স্কুলে খুব শীঘ্রই ছয়তলা ভবন নির্মাণ করবো। বাংলাদেশ সারাবিশ্বের একটি রোল মডেল। মেয়েরা অনেক এগিয়ে গেছে। এক সময় মেয়েদের লেখাপড়া করার সুযোগ ছিলই না। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে মেয়েরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।

গাজীপুর টাউনের চা-বাগান এলাকায় অবস্থিত কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।

বিকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান সাজু, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য আফছার উদ্দিন, বিশিষ্ঠ সমাজসেবক তানভীর আহমেদ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, বিশিষ্ঠ ঠিকাদার মোঃ আমজাদ হেসেন পলাশ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদ, জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেছা, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) সহ স্থানীয় নেতৃবৃন্দ অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্রীড়া উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আফরোজা নার্গিস ও সাবিনা ইয়াসমীন।

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৩৩ টি ইভেন্টে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *