হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: ”নিজের কাজ নিজে করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এই শ্লোগানকে ধারণ করে লালমনিরহাটে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা র্কাযক্রমে অংশ নিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ।
বৃহষ্পতিবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় লালমনিরহাট কালেক্টরেট স্কুলে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা র্কাযক্রমে করা হয়।
এ সময় অতিরিক্ত অন্যান্যের মধ্যে জেলা ম্যাজিস্টেট রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, গেরিলা লিডার (বীর মুক্তিযোদ্ধা) শফিকুল ইসলাম কানু, প্রধান শিক্ষক রশিদুল আলম প্রমানিকসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহন করেন।