জেলা সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কক্সবাজার: সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার লক্ষ্য করে গুলি চালিয়েছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
বুধবার সকালে এ গুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
তবে কোস্টগার্ড গুলি ও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. হারুন অর রশিদ জানান, সাগরে ভাসমান একটি ট্রলারের খোঁজ পেয়ে আমাদের ৩টি টিম সেখানে গেছে। তাদের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।