বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

Slider গ্রাম বাংলা

বরিশালে ফেন্সিডিল মামলায় লাভলু হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক নবাবুর রহমান আসামীর অনুপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত লাভলু বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী এলাকার মৃত আবদুল হামিদ হাওলাদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১১ আগস্ট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দেড়শ’ বোতল ফেন্সিডিলসহ লাভলুকে আটক করে।

ওইদিনই তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। এক মাস ৭ দিন তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল হায়দার একমাত্র আসামি লাভলুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ৭ জনের সাক্ষ্য শেষে ওই দন্ড দেন আদালত।
এদিকে মামলা চলাকালীন জামিনে মুক্ত হয়ে লাভলু আত্মগোপন করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *