কিশোরগঞ্জে গোলাগুলিতে ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

Slider গ্রাম বাংলা

কিশোরগঞ্জের বাজিতপুরে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে আসাব উদ্দিন (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও কিছু মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের চারজন সদস্য আহত হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের টহল দল দেখে ডাকাতরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে আসাব উদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে এবং অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে বাজিতপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আসাব উদ্দিনের বিরুদ্ধে ভৈরব ছাড়াও নরসিংদীর শিবপুর, ময়মনসিংহের নান্দাইলসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ ৭/৮টি মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশের এসআই আমিনুল ইসলামসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতর ফেনসিডিল উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *