গাজীপুরে চুরি করতে গিয়ে খুন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

Gazipur_

ষ্টাফ করেসপনডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস : মহানগরের হাতিয়াব এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে আনোয়ারা বেগম(৬০) নামে এক গৃহকর্তৃ খুন হয়েছেন।

নিহতের স্বামীর নাম আঃ সালাম। বাড়ি গাজীপুর মহানগরের ২৩নং ওয়ার্ডের মধ্য হাতিয়াব গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, আঃ সালামের ছেলে প্রাক্তন ইউপি মেম্বার আনোয়ার হোসেন পাকা বাড়িতে ছিলেন। তার মা আনোয়ারা বেগম পাশেই মাটির ঘরে থাকেন। ছেলের মোটরসাইকেল মায়ের ঘরেই ছিলো। ভোররাতে চোরের দল মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় আনোয়ারা বেগম খুঁজ পেয়ে যান। এসময় চোরের আনোয়ারা বেগমকে কুপিয়ে খুন করে চলে যায়। ঘটনার শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এলে চোরেরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে পালিয়ে যায়।এলাকাবাসীর একটি সূত্র জানায়, হাতিয়াব একটি ডাকাত প্রবন এলাকা। সম্প্রতি আনোয়ার মেম্বারের নেতৃত্বে হাতিয়াব গ্রামে রাতে কড়া পাহারা শুরু হয়। ঘটনাটি ডাকাতদের অপকর্মের নিরাপত্তা নিশ্চিত করতে বাঁধা অপসারণ করার কৌশল না অন্য কিছু জানা যায়নি।

স্থানীয় হোতাপাড়া ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে আনার ব্যবস্থা করছে। এব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল এলাকা সংলগ্ন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *