লালমনিরহাটে বিএনপির ৩৪ নেতাকর্মী কারাগারে

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিজয় দিবসের র্যালীতে দুই পক্ষের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৩৪জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সেসময় দায়িত্ব পালন করতে গিয়ে আসামিদের ছুড়া ইটপাটকেলের আঘাতে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনসহ আরও দুই কনস্টেবল আহত হন।

পরদিন ১৭ ডিসেম্বর এ ঘটনায় বিএনপির ২৮ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও ৩-৪শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সদর থানার এসআই আলমগীর হোসেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে গত বছর ৬ ডিসেম্বর ৪১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মাইনুল হক।

অভিযোগপত্র পর্যালোচনা করে ৬ ডিসেম্বর আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল ৪১৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *