কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Slider গ্রাম বাংলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতদের মধ্যে জসিম (৩০) নামে এক ফল ব্যবসায়ীর নাম জানা গেছে। জসিম তিতাস উপজেলার কেশবপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। এছাড়া আহতরা হলেন, তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের জাফর আলীর ছেলে সাখাওয়াত (৫৫), কেশবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল বাসার (৩৫) ও হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে জীবন (২৮)। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, তিতাস ও হোমনা উপজেলার কয়েকজন ব্যবসায়ী ফেনী থেকে পাইকারি ফল কিনে পিকআপভ্যানে করে বাতাকান্দি বাজারে আনছিলেন। পথে পুটিয়া এলাকায় এলে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন। এসময় আহত হন আরও তিনজন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *