কক্সবাজার-১ আসনে (পেকুয়া) রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল্লাহ আল ফারুক (২০) ছাত্রলীগ কর্মী।
আজ বেলা ১২টার দিকে ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২০০ গজ দূরে ভোট নিয়ে উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বেধে যায়। একপর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল ফারুক নিহত হন। পেকুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।